চ্যাম্পিয়নস লিগে ছিল এক রোমাঞ্চকর ও অবিশ্বাস্য রাত। এক রাতে ৪৩টি গোল, ৫টি লাল কার্ড আর ৬টি পেনাল্টি (যার মধ্যে ৫টি গোল হয়েছে)—এমন দৃশ্য ফুটবলে খুব কমই দেখা যায়। ঠিক এমন মুহূর্তের অপেক্ষাতেই সারা বছর থাকেন ফুটবলপ্রেমীরা।
মঙ্গলবারের রাতের সবচেয়ে গোলসমৃদ্ধ ম্যাচটি ছিল পিএসজি ও লেভারকুসেনের মধ্যে। গোলের বন্যায় ভাসিয়ে ফরাসি ক্লাবটি জয় পেয়েছে ৭–২ ব্যবধানে। দুই দলই একটি করে লাল কার্ড দেখেছে, আর লেভারকুসেনের আলেহান্দ্রো গ্রিমালদো পেনাল্টি থেকে গোলের সুযোগ নষ্ট করেছেন। অন্যদিকে, নেদারল্যান্ডসের পিএসভি আইন্দহোভেন শুরুতে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ইতালির চ্যাম্পিয়ন নাপোলিকে ৬–২ গোলে হারিয়েছে।
আর্সেনাল, নিউক্যাসল ও ম্যানচেস্টার সিটিও পেয়েছে দাপুটে জয়। সিটির নরওয়েজিয়ান তারকা আর্লিং হলান্ড টানা ১২তম ম্যাচে গোল করে ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ড ছুঁয়েছেন। আর গোল উৎসবের সূচনা করেছে বার্সেলোনা, অলিম্পিয়াকোসকে ৬–১ ব্যবধানে উড়িয়ে দিয়ে।
