চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রের বিভিন্ন সংস্থার মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করেছিলেন। তাঁর অভিযোগ, শেখ হাসিনা সেনাবাহিনীকে উসকে দিয়ে দেশে গৃহযুদ্ধ লাগানোর অপচেষ্টা চালিয়েছেন।
আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ শেখ হাসিনাসহ তিন আসামির মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের শেষ দিনে এসব মন্তব্য করেন তাজুল ইসলাম।
তিনি আরও বলেন, শেখ হাসিনা সেনাবাহিনীকে উদ্দেশ্য করে বলার চেষ্টা করেছিলেন—‘তোমাদের অফিসারদের বিচার হচ্ছে, তোমরা কেন প্রতিরোধ করছ না?’—এর মাধ্যমে তিনি রাষ্ট্রে গৃহযুদ্ধ উসকে দিতে চেয়েছিলেন।
