
বরিশাল নগরে এক গৃহবধূকে অপহরণ, ছিনতাই ও দলবদ্ধ ধর্ষণের ঘটনায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। একইসঙ্গে তাঁদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানার আদেশও দেওয়া হয়েছে।
রবিবার দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহা. রকিবুল ইসলাম এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় তিনজন আসামি উপস্থিত ছিলেন, অপর একজন পলাতক আছেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—মো. গাজী রাসেল (৩৫), মো. রাজিব জমাদ্দার (২৫), মো. জাহিদ হাওলাদার (২৬) ও মো. রোকন খান (২৩)। তাঁদের সবার বাড়ি বরিশাল নগরের সাগরদী এলাকার ধান গবেষণা ইনস্টিটিউট সড়কে। পলাতক আসামি রোকন খান ছাড়া বাকি তিনজনকে আদালতে হাজির করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল মান্নান মৃধা।
আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১০ নভেম্বর বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের ওই গৃহবধূ (১৮) এক লাখ টাকা নিয়ে ইজিবাইকে করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্বামীর কাছে যাচ্ছিলেন। পথে ইজিবাইক চালক কৌশলে তাঁকে অন্যত্র নিয়ে যায়। গৃহবধূ চিৎকার করলে চালক তাঁকে ভয় দেখায়। এরপর মোটরসাইকেলে আসা তিন আসামি তাঁকে জোর করে তুলে নিয়ে যায় এবং ত্রিশ গোডাউন এলাকার খ্রিষ্টান পাড়ার জঙ্গলে নিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করে।
পরদিন সকালে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে এবং পরে পরিবারের সদস্যরা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেন।
ঘটনার পর ভুক্তভোগী গৃহবধূ চারজনকে আসামি করে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০১৭ সালের ২৩ নভেম্বর তৎকালীন তদন্ত কর্মকর্তা মো. আতাউর রহমান আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মামলায় মোট ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ (রোববার) আদালত রায় ঘোষণা করে। রায়ের পর ভুক্তভোগীর পরিবার আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছে।