রবিবার (২৬ অক্টোবর) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সুইমিংপুলে সাঁতার অনুশীলনের সময় সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সায়মা হোসাইনের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খানকে আহ্বায়ক করে তিনজন শিক্ষক ও একজন শিক্ষার্থী প্রতিনিধি সমন্বয়ে এই চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে, রাবি সুইমিংপুলে ঘটনার পূর্বাপর পরিস্থিতি ও পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে সায়মা হোসাইনের চিকিৎসা কার্যক্রম বিস্তারিতভাবে পর্যালোচনা করে ঘটনার দায়-দায়িত্ব নির্ধারণ এবং ভবিষ্যতে এ ধরনের দুঃখজনক ঘটনা এড়াতে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করতে।
তদন্ত কমিটিকে গঠনের ৭২ ঘণ্টার মধ্যে প্রাথমিক প্রতিবেদন এবং ১০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে হবে। তদন্ত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত রাবি সুইমিংপুল সাময়িকভাবে বন্ধ থাকবে।
