‘নভেম্বরেই ক্যাবিনেট ক্লোজ হয়ে যাবে’—তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের এমন মন্তব্যকে বিভ্রান্তিকর হিসেবে মনে করছে অন্তর্বর্তী সরকার। এই বিভ্রান্তি দূর করতে সোমবার (২৭ অক্টোবর) এক বিবৃতিতে জানানো হয়েছে, নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের আগ পর্যন্ত উপদেষ্টা পরিষদ তার নিয়মিত কার্যক্রম চালিয়ে যাবে।
এর অর্থ, নভেম্বরের পরও উপদেষ্টা পরিষদের বৈঠক চলবে এবং সংস্কার কার্যক্রমও পূর্বের মতোই অব্যাহত থাকবে।
রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে মাহফুজ আলম সময়সীমা প্রসঙ্গে মন্তব্য করেন। তিনি বলেন, “আমাদের হাতে শুরুতে তিন মাস সময় ছিল, এখন হয়তো এক মাসের মতো সময় আছে। কারণ, সংস্কারকাজগুলো সম্পন্ন করতে হবে ক্যাবিনেটের মাধ্যমে অথবা নীতিমালা ও অধ্যাদেশ প্রণয়ন করে। নভেম্বরের পর এসব করা সম্ভব হবে না, কারণ তখন ক্যাবিনেট ক্লোজ হয়ে যাবে। এরপর নির্বাচন কমিশন দায়িত্ব নেবে, তখন সাধারণত আর ক্যাবিনেট মিটিং হয় না।”
অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এর আগে বিএনপি এই সরকারের কাঠামোকে ‘তত্ত্বাবধায়ক সরকারের আদল’ দেওয়ার দাবি তুলেছে।
তবে সরকারের সর্বশেষ বিবৃতিতে স্পষ্টভাবে জানানো হয়েছে—সংস্কার ও নীতিমালা প্রণয়নের কাজ থেমে থাকবে না, বরং নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না হওয়া পর্যন্ত তা পূর্ণোদ্যমে চলবে।
