প্রিন্ট এর তারিখঃ Dec 24, 2025 ইং || প্রকাশের তারিখঃ Nov 2, 2025 ইং
সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে ৬৫ বছরের বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে শনিবার রাত ২টায় ইয়াকুবনগর এলাকায় এক বৃদ্ধা ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। নিহতের বয়স আনুমানিক ৬৫ বছর। তার নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।
সীতাকুণ্ড জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আশরাফ ছিদ্দিক জানান, গভীর রাতে অজ্ঞাত ওই বৃদ্ধা ট্রেনে কাটা পড়ে মারা যান। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। তিনি আরও জানান, বৃদ্ধা গোলাপী পেটিকোট ও হলুদ রঙের ব্লাউজ পরেছিলেন। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ জাতীয় খবর