
বৈঠকের মূল বিষয় ছিল দলের ভোট প্রতীকের তালিকায় ‘শাপলা’ অন্তর্ভুক্তির দাবি। তবে নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনী বিধিতে ‘শাপলা’ প্রতীক অন্তর্ভুক্ত নয়, তাই তা এনসিপিকে বরাদ্দ দেওয়া সম্ভব হচ্ছে না।
এ বিষয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নতুন রাজনৈতিক দল হিসেবে আমাদের সহযোগিতার পরিবর্তে কাজের পথে বাধা তৈরি করা হচ্ছে। শাপলা প্রতীক বরাদ্দের সিদ্ধান্ত নির্বাচন কমিশন এক মাস আগেও দিতে পারতো। আমরা চাই, আমাদের দলীয় প্রতীকে ‘শাপলা’ অন্তর্ভুক্ত হোক।