
(অলংকরণ: মাসুক হেলাল)
আহমেদ স্বপন মাহমুদের কবিতা এক পরাবাস্তব জগৎ তৈরি করে—যেখানে স্বপ্ন, প্রেম, ইচ্ছা ও ঘুম একে অন্যের সঙ্গে মিশে যায়।
‘স্বপ্নের রং’ কবিতায় প্রেমিক দেখেন এক স্বপ্ন-দৃশ্য, যেখানে না-দেখা প্রেমের রঙ সবুজ ও গোলাপি—অস্পর্শ yet গভীর।
‘বায়ুর সিংহাসন’-এ প্রেম রূপান্তরিত হয় শিকার ও কারিগরির রূপকে; প্রেমিক ও প্রিয়ার সম্পর্ক যেন বায়ুর মতন অনির্ধারিত ও অধরা।
‘ঘুম’ কবিতায় অবচেতন ও নিঃসঙ্গতার গহনে প্রবেশ করেন কবি—যেখানে দেখা ও না-দেখার ভেতরকার যন্ত্রণা নীরবে প্রতিধ্বনিত হয়।
‘ইচ্ছা’ কবিতায় প্রেম, দেহ ও অনুভূতির আকাঙ্ক্ষা রূপ পায় আধুনিক নগর জীবনের সুগন্ধী প্রতীকে।
আর ‘লীলা’-তে কবি নিজেকে পরিণত করেন এক উচ্ছল সত্তায়—যেখানে ছন্দ, হাসি, মদ ও প্রেম মিশে যায় এক অন্তহীন খেলায়।
এই কবিতাগুচ্ছ প্রেমের দেখা না-পাওয়া, তবু অনুভবে গভীরভাবে ছুঁয়ে থাকা সেই সৌন্দর্যের কথা বলে—“না-দেখা প্রেমের সুন্দরতার মতন”।