
মন্ত্রণালয় জানিয়েছে, সংশোধিত বিধিমালায় শিক্ষক পদগুলোর কাঠামো পুনর্গঠন করা হয়েছে। আগের সংস্করণে শিক্ষক পদ চারটি ক্যাটাগরিতে বিভক্ত থাকলেও নতুন সংস্করণে রাখা হয়েছে কেবল দুটি ক্যাটাগরি। ফলে সংগীত ও শরীরচর্চা বিষয়ে সহকারী শিক্ষকের পদ আর থাকছে না।
মন্ত্রণালয়ের বিদ্যালয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মাসুদ আকতার খান সোমবার দুপুরে বলেন, “রোববার সংশোধিত বিধিমালার গেজেট প্রকাশ করা হয়েছে। সংগীত ও শরীরচর্চা বিষয়ে সহকারী শিক্ষকের পদ নতুন বিধিমালায় নেই।”
পদ বাতিলের কারণ হিসেবে তিনি ধর্মভিত্তিক সংগঠনগুলোর চাপের কথা স্পষ্ট না করলেও বলেন, “আপনারা এটি খতিয়ে দেখতে পারেন।”
সংশোধিত বিধিমালায় আরও একটি শব্দগত পরিবর্তন আনা হয়েছে। আগের সংস্করণে মেধার ভিত্তিতে নিয়োগপ্রাপ্তদের মধ্যে ২০ শতাংশ পদ বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের জন্য এবং বাকি ৮০ শতাংশ “অন্যান্য বিষয়ে” স্নাতক ডিগ্রিধারীদের জন্য নির্ধারিত ছিল। নতুন সংস্করণে বিভ্রান্তি দূর করতে বলা হয়েছে, “বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ে অন্যূন স্নাতক ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।”
শিক্ষা বিশ্লেষকদের মতে, নতুন বিধিমালায় সংগীত ও শরীরচর্চা শিক্ষক পদ বাদ দেওয়া প্রাথমিক শিক্ষায় সৃজনশীলতা ও শারীরিক বিকাশের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।