
বাহাদুরসিংয়ে দাদি-নাতনির খেলায় ভরে উঠেছে সকাল, হারাটির পথে পিঠা বিক্রির দৃশ্যে ফুটে উঠেছে শীতের আগমনী সুর। খুলনার উপকূলে পদ্মফুলে ভরা পুকুর মানুষের জীবনের ভরসা হয়ে আছে, আবার রাঙামাটির পাহাড়ে ঝোড়োবৃষ্টির ফোঁটায় ঝলমল করছে অলকানন্দা ফুল।
কোথাও ফড়িং উড়ে বসেছে কচুরিপানার পাতায়, কোথাও ঘুঘু ও বুলবুলি পাখি বিদ্যুতের তারে বিশ্রাম নিচ্ছে। নদীতে জাল ফেলছেন মৎস্যজীবী, শিশুরা শিউলি ফুল গেঁথে বানাচ্ছে মালা। হেমন্তের এই দৃশ্যগুলো যেন এক মায়াময় বাংলাদেশের প্রতিচ্ছবি।