
আজ বুধবার দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান।
তিনি বলেন, “গত ১৫ মাস ধরে সেনাবাহিনী মাঠে দায়িত্ব পালন করছে। আমরা চাই, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক এবং আমরা আমাদের মূল দায়িত্বে, ক্যান্টনমেন্টে ফিরে যাই।”
সেনা কর্মকর্তা মাইনুর রহমান আরও বলেন, “কিছু স্বার্থান্বেষী মহল সেনাবাহিনীকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যমূলক। আগের যে কোনো সময়ের তুলনায় সেনাবাহিনী এখন আরও ঐক্যবদ্ধ। সেনাবাহিনী তার দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবে।”
তিনি সাম্প্রতিক পরিস্থিতি প্রসঙ্গে বলেন, “৫ আগস্টের পরবর্তী সময়ে সেনাবাহিনী মাঠে না থাকলে দেশের অবস্থা আরও অবনতি হতে পারত। কুমিল্লা ও নোয়াখালীর বন্যা, সড়ক অবরোধসহ নানা ঘটনায় সেনাবাহিনীর উপস্থিতি স্থিতিশীলতা ফিরিয়ে এনেছে।”
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ইতোমধ্যে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছেন। নির্বাচন কমিশনও সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে।