
বিএসইসি জানিয়েছে, বেক্সিমকো গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান শ্রীপুর টাউনশিপ গ্রিন জিরো কুপন বন্ড ইস্যুর সময় বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার দায়েই এ জরিমানা করা হয়েছে। দেড় হাজার কোটি টাকার এই বন্ডের জামিনদার ছিল আইএফআইসি ব্যাংক, আর বন্ডটির আয়োজক ও পরামর্শক প্রতিষ্ঠান ছিল ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান আইএফআইসি ইনভেস্টমেন্টস লিমিটেড।
অভিযোগ রয়েছে, বন্ডটি বেক্সিমকো গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠানের হলেও তা বাজারজাত করার সময় “আইএফআইসি আমার বন্ড” নামে প্রচার চালানো হয়, যার ফলে বিনিয়োগকারীরা ভুল ধারণা করেন যে এটি আইএফআইসি ব্যাংকের নিজস্ব বন্ড। এভাবে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করে বিনিয়োগ আকৃষ্ট করার ঘটনাই প্রতারণা হিসেবে গণ্য করেছে বিএসইসি।
উল্লেখ্য, চলতি বছরের ৩০ জুলাই একই ঘটনায় বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানকে ১০০ কোটি টাকা এবং আইএফআইসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান আহমেদ সায়ান এফ রহমানকে ৫০ কোটি টাকা জরিমানা করা হয়েছিল। এছাড়া, বন্ড ইস্যুর সময় দায়িত্বে থাকা বিএসইসির সাবেক কমিশনার শামসুদ্দিন আহমেদ ও আইএফআইসি ইনভেস্টমেন্টসের তৎকালীন প্রধান নির্বাহী ইমরান আহমদকে পাঁচ বছরের জন্য পুঁজিবাজার–সংশ্লিষ্ট সব ধরনের কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করা হয়।
৩০ জুলাইয়ের সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় এবার আইএফআইসি ব্যাংকের সাবেক এমডি শাহ আলম সারওয়ারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো।