
সম্প্রতি এএনআই–এর একটি পডকাস্টে রাভিনা বলেন, “ছবিটা অশালীন ছিল না, কিন্তু কিছু দৃশ্যে সাঁতারের পোশাক পরতে হতো। আমি তখনই বলেছিলাম, না, এটা আমি করব না।”
তিনি আরও জানান, ‘প্রেম কয়েদি’ (১৯৯১) সিনেমাটিও প্রথমে তাঁকেই অফার করা হয়েছিল, যা পরে কারিশমা কাপুরের অভিষেক ছবি হয়। রাভিনার ভাষায়, “আমি অহংকারী ছিলাম না, কিন্তু নিজের সীমারেখা নিয়ে সব সময় সচেতন ছিলাম। তাই অনেকেই আমাকে ভুল বুঝত।”
‘ডর’ ছবিতে পরবর্তীতে কিরণের চরিত্রে অভিনয় করেন জুহি চাওলা, আর ছবিটি বলিউডের অন্যতম ক্লাসিক থ্রিলার হিসেবে জায়গা করে নেয়।