
ঘটনাটি মঙ্গলবার শুভডাঙ্গা ইউনিয়নের বাঁইগাছা গ্রামে ঘটে। পরে এমরানের পরিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে তাদের উদ্ধার করে। এ ঘটনায় বৃহস্পতিবার ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
মামলার সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরে চলছিল এবং সম্প্রতি আদালত একটি অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছিলেন। আদালতের নির্দেশনা অমান্য করে নওশের আলী ও এবাদত হোসেনের নেতৃত্বে ১২-১৩ জন দেশি অস্ত্র নিয়ে জমিতে হামলা চালায়।
বাগমারা উপজেলা বিএনপির সদস্যসচিব কামাল হোসেন ঘটনার প্রতি দুঃখ প্রকাশ করেছেন এবং বলেছেন, এ ধরনের ঘটনা কাম্য নয়।