
ঢাকা, ৯ নভেম্বর ২০২৫:
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের মুদ্রাবাজারে ডলারের দাম বেড়েছে। গত সপ্তাহজুড়ে টানা কয়েক দিন ডলারের দর কমার পর সপ্তাহের শেষ দিকে সামান্য বৃদ্ধি পায়, আজও সেই ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, আজ ডলারের সর্বোচ্চ দাম ১২২ দশমিক ১০ টাকা এবং সর্বনিম্ন ১২১ দশমিক শূন্য ৫ টাকা। গড় বিনিময় হার দাঁড়িয়েছে ১২২ দশমিক শূন্য ৮ টাকা। জুলাই থেকে নভেম্বর পর্যন্ত সময়জুড়ে ডলারের দামে ওঠানামা দেখা যাচ্ছে।
আজকের লেনদেনে ইউরো, ব্রিটিশ পাউন্ড, চীনা ইউয়ান, অস্ট্রেলীয় ও সিঙ্গাপুরি ডলারের দামও বেড়েছে। অপরদিকে ভারতীয় রুপি ও জাপানি ইয়েনের দাম অপরিবর্তিত রয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত হারের তুলনায় খোলাবাজারে (কারেন্সি এক্সচেঞ্জে) ডলারসহ বিদেশি মুদ্রা কিছুটা বেশি দামে বিক্রি হচ্ছে। অর্থনীতিবিদদের মতে, বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামা দেশের আমদানি ব্যয় ও ব্যবসা-বাণিজ্যের সামগ্রিক খরচে প্রভাব ফেলে।