
রাজধানীতে রাজনৈতিক কার্যক্রম–নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৫ নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, গতকাল শনিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের পরিচয় ও সংশ্লিষ্টতার বিষয়টি যাচাই–বাছাই চলছে।
ডিসি তালেবুর রহমান বলেন,
“গ্রেপ্তারকৃতদের রাজনৈতিক সম্পৃক্ততা ও নিষিদ্ধ কার্যক্রমে সংশ্লিষ্টতার বিষয়টি আমরা খতিয়ে দেখছি। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।”
গ্রেপ্তার ব্যক্তিদের নাম ও সংগঠনভিত্তিক বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছেন তিনি।