
কাতার ও আফগানিস্তান ‘এ’ দলের মধ্যে তিনটি টি–টোয়েন্টি প্রস্তুতি ম্যাচের প্রথম খেলা শুরু হয়েছে আড়াই ঘণ্টা বিলম্বে। কাতার ক্রিকেট অ্যাসোসিয়েশন ম্যাচটিকে আন্তর্জাতিক টি–টোয়েন্টি হিসেবে ঘোষণা করলেও আফগানিস্তান ক্রিকেট বোর্ড পরে জানিয়েছে, এটি আসলে প্রস্তুতি ম্যাচ।
দোহায় ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে খেলার সূচি ছিল স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে পাঁচটায়। তবে প্রযুক্তিগত কারণে খেলা রাত আটটায় শুরু হয়। ম্যাচ শুরুতে ধারাভাষ্যকাররা এটিকে প্রীতি ম্যাচ হিসেবে উল্লেখ করেন। আফগানিস্তান ‘এ’ দলের অধিনায়ক দারউইশ রাসুলী প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৭৩ রান করে, জবাবে কাতার দল ১০৮ রানে অলআউট হয়।
বিলম্বিত সম্প্রচার ও ম্যাচের মর্যাদা নিয়ে দর্শকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। আইসিসি ওয়েবসাইটে প্রথমে ম্যাচটি আন্তর্জাতিক টি–টোয়েন্টি হিসেবে তালিকাভুক্ত হলেও খেলা শুরুর আগে তা বাতিল দেখানো হয়।