
দুর্নীতি দমন কমিশনের (দুদক) তথ্য অনুযায়ী, নাবিল আহমেদের স্থাবর সম্পদের আনুমানিক মূল্য ৮ কোটি ৭৫ লাখ ৬৭ হাজার ১৯২ টাকা, আর ১০৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। দুদক জানিয়েছে, সাবেক সংসদ সদস্য ক্ষমতার অপব্যবহার করে ৭ কোটি ৩৫ লাখ ৬৪ হাজার ৩৫৪ টাকার সম্পদ অর্জন করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, মামলার সুষ্ঠু তদন্ত এবং সম্পদ স্থানান্তরের সম্ভাব্য ক্ষতি এড়াতে সম্পদ জব্দ ও বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।