
শিক্ষকেরা ঢাকায় তিন দফা দাবিতে আন্দোলন করছেন, যার মধ্যে রয়েছে বেতন স্কেলের দশম গ্রেড বাস্তবায়ন, শতভাগ বিভাগীয় পদোন্নতি এবং চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান। ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ এই কর্মবিরতি ঘোষণা করেছে।
দিনাজপুর শহরের বিভিন্ন বিদ্যালয়ে দেখা গেছে, কিছু শিক্ষার্থী ক্লাসরুমে থাকলেও শিক্ষকরা অফিস কক্ষে বসে ছিলেন। প্রধান শিক্ষকরা বলছেন, যৌক্তিক দাবির জন্য শিক্ষকদের আন্দোলন গুরুত্বপূর্ণ, এবং সরকারকে বিষয়গুলো সমাধান করতে হবে।