
মৃত্যুবরণকারী অটোরিকশাচালকের নাম ফজলুর রহমান (৩৫), বাড়ি তানোর উপজেলার অমৃতপুর গ্রামে। পুলিশের প্রাথমিক ধারণা, ব্যাটারিচালিত অটোরিকশা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে ছুরিকাঘাত করা হয়েছিল।
মোহনপুর থানার উপপরিদর্শক মোদাশ্বের হোসেন খান জানান, ফজলুর রহমানকে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছিল, পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মরদেহ ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে এবং এরপর হত্যা মামলা দায়ের করা হবে।