
আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা নগরের ছোটরা এলাকার মালেকা মমতাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা যায়, শ্রেণিকক্ষে শিক্ষক নেই, শিক্ষার্থীরা কেউ গল্প করছে, কেউ ঘুমাচ্ছে। একই সময় গুলবাগিচা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনাজুড়ে শিশুদের কোলাহল, খেলাধুলা আর হাসিঠাট্টা। সহকারী শিক্ষকরা অফিসকক্ষে বসে কর্মবিরতি পালন করছেন।
প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থী নিয়ে পরিচালিত এই বিদ্যালয়ে পাঠদান বন্ধ থাকায় শিক্ষার্থীরা সময় কাটাচ্ছে নিজেদের মতো করে। শিক্ষার্থী মাহবুবা আক্তার জানায়, “স্যাররা বলেছেন আজ ক্লাস হবে না। তাই বন্ধুদের সঙ্গে খেলা করছি।”
অন্যদিকে, মনোহরপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুপুরে গিয়ে দেখা যায়, শ্রেণিকক্ষ ফাঁকা, স্কুল প্রাঙ্গণে নীরবতা। নিরাপত্তাকর্মী জালাল উদ্দীন জানান, “আজ কোনো ক্লাস নেই, শিক্ষকেরা কর্মবিরতিতে আছেন।”
সহকারী শিক্ষকরা জানান, তাঁরা দীর্ঘদিন ধরে বেতন দশম গ্রেডে উন্নীতকরণসহ তিন দফা দাবিতে আন্দোলন করছেন। এই দাবিগুলো না মানায় সারা দেশের মতো কুমিল্লাতেও তাঁরা কর্মবিরতি পালন করছেন।
মালেকা মমতাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আমেনা আফরোজ বলেন, “আমাদের আন্দোলন ন্যায্য। বৈষম্যের অবসান না হলে পাঠদান চালানো কঠিন।” একই বিদ্যালয়ের শিক্ষক সামছুন নাহার বলেন, “শিক্ষার্থীদের ক্ষতি হোক, এটা আমরা চাই না; কিন্তু নিজেদের অধিকার আদায়ে আন্দোলন ছাড়া উপায় নেই।”
জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদা আলম বলেন, “কুমিল্লা জেলায় ২ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। অধিকাংশ বিদ্যালয়েই পাঠদান ব্যাহত হচ্ছে। শিক্ষকদের পাঠদান স্বাভাবিক রাখার জন্য বলা হয়েছে।”