
চট্টগ্রামের রাউজান থানার লুট হওয়া অস্ত্র পুকুর সেচে উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর দুইটার দিকে নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট বাজারসংলগ্ন আইয়ুব আলী সওদাগরের বাড়ির পেছনের পুকুরে একটি চায়নিজ রাইফেল, একটি শটগান ও সাতটি গুলি পাওয়া গেছে।
পুলিশ জানায়, অস্ত্রগুলি প্লাস্টিকের প্যাকেটে ঢেকে পুকুরে লুকানো হয়েছিল। হত্যার মামলায় গ্রেপ্তার দুই যুবকের তথ্য অনুযায়ী উদ্ধার সম্ভব হয়। গ্রেপ্তাররা হলেন মো. সাকিব (২০) ও মো. শাহেদ (২৫)।
গ্রেপ্তারদের তথ্য অনুযায়ী, এর আগে ৪টি বিদেশি পিস্তল, ১টি রিভলবার, ৪২টি রাইফেলের গুলি, ১৯টি পিস্তলের গুলি, ১৬টি শটগানের কার্তুজ, ৭টি খালি ম্যাগাজিন, ১টি রকেট ফ্লেয়ার, ২টি রামদা, ৫০টি ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজা, এবং ৯৬ হাজার টাকা জব্দ করা হয়।
চট্টগ্রামের হাটহাজারী এলাকায় প্রাইভেট কারে গুলি চালিয়ে বিএনপি কর্মী আবদুল হাকিম হত্যা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। হত্যার সময় গাড়ির চালকও আহত হন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং হত্যাকারীদের আইন অনুযায়ী দণ্ড দেওয়া হবে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, “পুকুরে উদ্ধার হওয়া অস্ত্রগুলো গত বছরের থানালুটের অংশ।” জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, রাউজান এলাকায় ছয়টি সন্ত্রাসী দল সক্রিয়, পুলিশ তাদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার করে ব্যবস্থা নিচ্ছে।