গাজীপুরের কালিয়াকৈরে বিএনপি নেতা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর বড় ছেলে ইরাদ আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে থানায় দুটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে এই অভিযোগ জমা দেন গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ও জেলা শ্রমিক দলের আহ্বায়ক মিনার উদ্দিন এবং কালিয়াকৈর পৌর শ্রমিক দলের সভাপতি এ কে আজাদ।
অভিযোগে বলা হয়েছে, ইরাদ আহমেদ সিদ্দিকী সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় ও স্থানীয় নেতাদের বিরুদ্ধে অশালীন, কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিমূলক মন্তব্য করছেন। অভিযোগে উল্লেখ করা হয়, তিনি সম্প্রতি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় কমিটির নেতাদের বিরুদ্ধে অশালীন বক্তব্য দিয়েছেন।
এছাড়া অভিযোগে বলা হয়েছে, ইরাদ ৯ নভেম্বর কালিয়াকৈর রেলস্টেশন সংলগ্ন স্থানে সাংবাদিক সম্মেলন করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে ষড়যন্ত্রের কথা স্বীকার করেছেন। একই দিনে কালিয়াকৈর পৌর শ্রমিক দলের সভাপতি এ কে আজাদও থানায় আরেকটি অভিযোগ দায়ের করেন। এতে দাবি করা হয়, ইরাদ সম্প্রতি ভারতে গিয়ে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে দেখা করেছেন।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান বলেন, “ইরাদ আহমেদ সিদ্দিকী দেশনেত্রী খালেদা জিয়া ও নেতা তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন এবং নির্বাচন বানচাল করার চেষ্টা করছেন।”
কালিয়াকৈর থানার উপপরিদর্শক ওয়ালিদুর রহমান জানান, “দুটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
