
ঢাকা, ১০ নভেম্বর ২০২৫ – আজ টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২৫ বছর পূর্ণ হলো। ২০০০ সালের ১০ নভেম্বর ভারতের বিপক্ষে অভিষেক টেস্টে প্রথম পা রাখে বাংলাদেশ। ২৫ বছরের দীর্ঘ এই যাত্রায় বাংলাদেশের পারফরম্যান্স কেমন ছিল এবং কারা উজ্জ্বল নক্ষত্র ছিলেন, তা পরিসংখ্যানের মাধ্যমে দেখা যাক।
বাংলাদেশ এখন পর্যন্ত ১৫৪টি টেস্ট খেলেছে, যার মধ্যে জয় ২৩টি। এদের মধ্যে তিনটি জয় এসেছে ইনিংস ব্যবধানে। সবচেয়ে বড় জয় এসেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। অন্যদিকে, ১১২টি হারের ৪৭টি ইনিংস ব্যবধানে। সবচেয়ে বড় হারও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
বাংলাদেশের সর্বোচ্চ দলীয় ইনিংসের রেকর্ড ৬৩৮ রান, যা ২০১৩ সালে মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে গড়া। অভিষেক টেস্টে প্রথম ইনিংসে ৪০০ রান করা বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ৯১ রানে। ১০০ রানের নিচে অলআউট হওয়ার ঘটনা আরও ১২ বার ঘটেছে।
ব্যক্তিগত রেকর্ডে মুশফিকুর রহিম নেতৃত্বে আছেন। ২০ বছরের ক্যারিয়ারে তিনি খেলেছেন ৯৮টি টেস্ট এবং ৬,৩২৮ রান করেছেন, যার মধ্যে ১২টি সেঞ্চুরি ও ৩টি ডাবল সেঞ্চুরি। মুশফিক বাংলাদেশের টেস্টে সবচেয়ে বেশি অধিনায়কত্ব করেছেন এবং ৭টি জয় আনার নেতৃত্ব দিয়েছেন।
বোলিংয়ে সাকিব আল হাসান বাংলাদেশের সেরা, ৭১ টেস্টে ২৪৬ উইকেট নিয়েছেন। তাইজুল ইসলাম এবং মেহেদী হাসান মিরাজেরও উল্লেখযোগ্য পারফরম্যান্স রয়েছে। বাংলাদেশের সবচেয়ে বড় জুটি মুশফিক এবং সাকিবের মধ্যে গড়ে উঠেছে—৫ম উইকেটে ৩৫৯ রান।
ক্যাচের রেকর্ডে মুমিনুল হক সর্বোচ্চ ৪২টি ক্যাচ নিয়ে আছেন। উইকেটকিপার হিসেবে লিটন দাসের রেকর্ড—১১৪টি ডিসমিসাল।
২৫ বছরের টেস্ট যাত্রা বাংলাদেশের ক্রিকেটে রেকর্ড এবং মাইলফলকে ভরা, যেখানে মুশফিক, সাকিব এবং অন্যরাও নিজেদের ছাপ রেখেছেন।