
শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আযম জানান, দুপুর একটার দিকে শতাব্দী পরিবহনের একটি বাস মিরপুর-২ থেকে সনি সিনেমা পেরিয়ে নিউমার্কেটের দিকে যাচ্ছিল। ওই সময় তিন যাত্রী হঠাৎ আগুন ধরিয়ে দ্রুত নেমে পালিয়ে যান।
ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আগুন তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে আনা হয়। বাসের সামনের অংশের কয়েকটি আসন পুড়ে গেছে বলে জানিয়েছেন ওসি গোলাম আযম।
এ ঘটনায় কেউ হতাহত হননি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।