
মিরপুর টেস্টের প্রথম দিনে দুর্দান্ত ব্যাটিংয়ে দাপট দেখাচ্ছে বাংলাদেশ। চা–বিরতির ঠিক পরেই চার মেরে ব্যক্তিগত ফিফটি পূর্ণ করেন মুশফিকুর রহিম, আর সেই সঙ্গে দলীয় স্কোরও পেরিয়ে যায় দুই শ। মুশফিক ৫৭* ও মুমিনুল ৬৩* রানে অপরাজিত থেকে দলকে稳 অবস্থানে রেখেছেন।
দ্বিতীয় সেশন গেছে পুরোপুরি বাংলাদেশের দখলে—৩১ ওভারে কোনো উইকেট না হারিয়ে আসে ৯২ রান। সেশনে মুমিনুল দুবার ও মুশফিক একবার জীবন পেয়ে সুবিধা আদায় করেন। এর আগে মুমিনুল তুলে নেন তার ক্যারিয়ারের ২৪তম ফিফটি।
প্রথম সেশনে ওপেনারদের ৫২ রানের জুটি দলকে ভালো শুরু এনে দিলেও বড় ইনিংস খেলতে পারেননি কেউ। সাদমান ৩৫ ও মাহমুদুল ৩৪ রানে ফিরেছেন, তিন উইকেটই নিয়েছেন ম্যাকব্রাইন।
এর আগেই মুশফিকের শততম টেস্ট উপলক্ষে মিরপুরে ছিল বিশেষ আয়োজন—পরিবার, সতীর্থ ও বিসিবি কর্তাদের উপস্থিতিতে উপহার পেয়েছেন স্মারক ক্যাপ, ক্রেস্ট ও সিগনেচার জার্সি। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন জানিয়েছেন সাকিব আল হাসানও।