জামালপুরের মাদারগঞ্জে বিভিন্ন সমবায় সমিতিতে রাখা আমানতের টাকা ফেরতের দাবিতে টানা সপ্তম দিনের মতো উপজেলা পরিষদ ঘেরাও করে রেখেছেন ভুক্তভোগী আমানতকারীরা। আজ বুধবার সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে উপজেলা পরিষদের প্রধান ফটকে অবস্থান নিয়ে ২৩টি দপ্তরের প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দেন আন্দোলনকারীরা। বিকেল ৫টা পর্যন্ত কর্মসূচি চলবে বলে তারা জানিয়েছেন।
‘মাদারগঞ্জে বিভিন্ন সমবায় সমিতিতে আমানতকৃত অর্থ উদ্ধারের জন্য সহায়ক কমিটি’-এর ব্যানারে দীর্ঘ এক বছর ধরে সড়ক অবরোধ, বিক্ষোভ, মশালমিছিল, জেলা প্রশাসক কার্যালয়ে সমাবেশ ও উপজেলা ঘেরাওসহ ধারাবাহিক আন্দোলন করে যাচ্ছেন গ্রাহকেরা। কিন্তু এখন পর্যন্ত কোনো গ্রাহক নিজের আমানত ফেরত পাননি।
আমানতকারীদের অভিযোগ, কয়েকটি সমবায় সমিতির কাছে মাদারগঞ্জ, ইসলামপুর, মেলান্দহ ও সরিষাবাড়ী মিলিয়ে গ্রাহকদের হাজার হাজার কোটি টাকা আটকে আছে। শুধু মাদারগঞ্জের হিসাবেই প্রায় দেড় হাজার কোটি টাকা পাওনা রয়েছে বলে দাবি তাঁদের।
আমানত উদ্ধার কমিটির সদস্য মাহবুব আলম বলেন, “প্রশাসন আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। আমরা টাকার নিশ্চয়তা ছাড়া ঘরে ফিরব না।” আগামীকাল মশালমিছিল এবং রোববার থেকে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন তিনি।
এদিকে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির শাহ বলেন, সমাধানে তিনি সর্বাত্মক চেষ্টা করছেন, তবে পুরো টাকা ফেরতের নিশ্চয়তা দেওয়ার ক্ষমতা তাঁর নেই। সমিতিগুলোর মালিকেরা দীর্ঘদিন ধরে আত্মগোপনে আছেন বলে জানান তিনি।
