
এর আগে গত সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’য় লটারির মাধ্যমে ৬৪ জেলার এসপি চূড়ান্ত করা হয়। লটারির আগে ২৫তম ও ২৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে থেকে সততা, দক্ষতা, সুনাম ও নিরপেক্ষতার ভিত্তিতে একটি তালিকা তৈরি করা হয়েছিল। তালিকায় অন্তর্ভুক্ত কর্মকর্তাদের মধ্য থেকেই লটারির মাধ্যমে চূড়ান্ত করা হয় জেলার এসপিদের দায়িত্বপ্রাপ্তির তালিকা।
পুলিশের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা জানান, নির্বাচনকেন্দ্রিক পুলিশিংয়ের নিরপেক্ষতা নিশ্চিত করতে এবং বিতর্ক এড়াতেই এবার লটারির পদ্ধতি বেছে নেওয়া হয়েছে। এতে মাঠপর্যায়ে নিরপেক্ষ কর্মকর্তাদের দায়িত্ব পালন নিশ্চিত হবে বলে তাঁদের প্রত্যাশা।