চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বোর্ডের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, নির্বাচক ও বোর্ড তাকে যা দল দেবে, সেটাই নিয়েই মাঠে কাজ করতে হবে, অধিনায়ক হিসেবে তার এখানে কোনো সিদ্ধান্তের ক্ষমতা নেই।
লিটনের ক্ষোভের মূল কারণ হলো শামীম হোসেনকে দলে না নেওয়া। তিনি বলেন, “শামীম কিছু সময় ধরে ভালো পারফর্ম করেছে। হঠাৎ তাকে দল থেকে বাদ দেওয়ার বিষয়টি আমার জানা হয়নি।” লিটন মনে করেন, সব খেলোয়াড় একই রকম পারফর্ম করবে এমন আশা করা ঠিক নয়, তবে নির্বাচক ও বোর্ডের সঙ্গে আলোচনা ছাড়া খেলোয়াড় বাদ দেওয়ায় হতাশা রয়েছে।
তিনি আরও বলেন, ডানহাতি ব্যাটসম্যানদের বেশি থাকায় প্রতিপক্ষের পরিকল্পনা সহজ হয়ে যেতে পারে। অধিনায়ক হিসেবে তার মূল কাজ হলো দেওয়া দলকে নিয়ে মাঠে ভালো কিছু উপস্থাপন করা। ভবিষ্যতে World Cup বা অন্যান্য সিরিজে একই পরিস্থিতি হলে তিনি দলের সঙ্গে সর্বোচ্চ চেষ্টা করবেন।
লিটন এও জানিয়েছেন, বোর্ড ও নির্বাচকদের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়েছে, আর অধিনায়ক হিসেবে তার ক্ষমতা সীমিত। আগামীকাল চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ আয়ারল্যান্ডের মুখোমুখি হবে।
