আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হারের ধাক্কা সামলে শেষ দুটি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চাপে পড়ে আইরিশরা। বাংলাদেশের শৃঙ্খলাবদ্ধ বোলিং ও ধারাবাহিক চাপের সামনে তাদের ব্যাটিং লাইন–আপ দ্রুত ভেঙে পড়ে। ফলে ১৯.৫ ওভারে মাত্র ১১৭ রানে থামে আয়ারল্যান্ডের ইনিংস।
স্বল্প লক্ষ্য তাড়ায় নেমে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেন তানজিদ হাসান তামিম। স্টাইলিশ ও আগ্রাসী ব্যাটিংয়ে তিনি তুলে নেন দৃষ্টিনন্দন অর্ধশতক। তার পাশে স্থির ব্যাটিংয়ে অবদান রাখেন পারভেজ হোসেন ইমন। দুজনের ব্যাটে ভর করেই ১৩.৪ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে সহজ জয় তুলে নেয় টাইগাররা।
এই জয়ে শুধু সিরিজই নয়, সাম্প্রতিক ব্যর্থতা কাটিয়ে আত্মবিশ্বাসও ফিরে পেয়েছে বাংলাদেশ দল।
