
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের আগে ক্লাবগুলোর নেতৃত্বে ছিলেন তামিম ইকবাল। কিন্তু নির্বাচন শেষে তিনি আড়ালে চলে গেছেন—এমনটাই ধারণা হচ্ছিল। লিগ বয়কট নিয়ে ক্লাবগুলো ধারাবাহিকভাবে অবস্থান জানালেও কোথাও দেখা মিলছে না জাতীয় দলের সাবেক অধিনায়কের।
এর মধ্যেই আজ ৪৫ ক্লাবের সংবাদ সম্মেলনে উঠল প্রশ্ন—তামিম কোথায়? মোহামেডানের ক্রিকেট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মাসুদুজ্জামানের বক্তব্য এই প্রশ্নকে আরও জটিল করেছে। তিনি দাবি করেন, তামিম নাকি “দুই দিকেই আছেন”—একদিকে ক্লাবগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন, অন্যদিকে আবার খেলোয়াড়দের সংগঠন কোয়াবের সঙ্গেও যুক্ত।
কোয়াব লিগ আয়োজনের পক্ষে, বিপরীতে ৪৫ ক্লাব লিগ বর্জনের সিদ্ধান্তে অনড়। দুই পক্ষের অবস্থান সম্পূর্ণ বিপরীত হওয়া সত্ত্বেও কীভাবে তামিম দুই শিবিরেই যুক্ত থাকেন—সেটিই এখন বড় রহস্য।
এদিকে বিসিবি ১১ ডিসেম্বর থেকে প্রথম বিভাগ লিগ শুরু করতে চাইলেও ৪৫ ক্লাব তাদের অবস্থান পরিবর্তন করেনি। মাসুদুজ্জামান বলেন, “আগের সিদ্ধান্তেই আমরা অনড়। মোহামেডান সব সময় ৪৫ ক্লাবের পাশে।”
আবাহনীর পরিচালক শেখ বশির আল মামুন তো আরো স্পষ্টভাবে বলেন—তাঁরা চাইলে তবেই লিগ হবে। তাঁর ভাষায়, “বোর্ড চাইলে খেলা হবে না, আমরা চাইলে খেলা হবে। কারণ খেলোয়াড় তৈরি করি আমরা।”
কিন্তু খেলোয়াড়দের মাঠে না নামতে দিয়ে ‘খেলার উন্নতি’—এই যুক্তি অনেকের কাছেই বিতর্কিত হয়ে উঠছে।