তারকা দম্পতি সৃজিত মুখার্জি ও রাফিয়াত রশিদ মিথিলার বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে ফেসবুকে একটি ছবি ছড়িয়ে পড়েছে, যেখানে মিথিলা ও তাদের কন্যা আইরাও দেখা গেছে।
ছবিটি শেয়ার করে অনেকে লিখছেন, ‘গুঞ্জন উড়িয়ে আবারও এক হলেন সৃজিত-মিথিলা’ বা ‘এই সপ্তাহে একসঙ্গে বেড়াতে গেছেন’। তবে রিভার্স ইমেজ সার্চে দেখা গেছে, ছবিটি পুরনো। ২০২৪ সালের ২ আগস্ট ডেইলি স্টারের এক প্রতিবেদনে ছবিটি প্রকাশিত হয়েছিল। ধারণা করা হচ্ছে, ছবিটি ২০২৪ সালের জুলাইয়ের আগে তোলা হয়েছে।
২০২৪ সালের জুলাইয়ের পর মিথিলা আর কলকাতায় যাননি; মেয়ে আইরাকে নিয়ে ঢাকায় থাকছেন। সেই সময়ে সৃজিত-মিথিলার বিচ্ছেদের গুঞ্জনও নতুনভাবে ছড়িয়ে পড়েনি।
এদিকে, সৃজিত-মিথিলার সম্পর্ক নিয়ে কলকাতার অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে সৃজিতের প্রেমের খবরও সংবাদমাধ্যমে প্রকাশ পায়। মিথিলা ‘বিহাইন্ড দ্য ফেম উইথ আরআরকে’ অনুষ্ঠানে বলেন, “যে কথা বলা হচ্ছে, তারা বলছে। আমি কিছুই বলব না।”
২০১৯ সালের ডিসেম্বরে মিথিলা সৃজিতকে বিয়ে করেন। বিয়ের পর মেয়ে আইরাকে কলকাতার স্কুলে ভর্তি করিয়েছিলেন, তবে দুই বছর ধরে ঢাকায় থাকছেন। মিথিলা জানিয়েছেন, তিনি কলকাতায় যাননি কারণ “ভিসা নেই।”
মিথিলা পাসপোর্টে এখনও সৃজিতের নাম আছে বলে নিশ্চিত করেছেন, যা তাদের বৈধ বৈবাহিক সম্পর্কের প্রমাণ হিসেবে ধরা হচ্ছে।
সাম্প্রতিক ছবির সূত্রে গুঞ্জন ছড়ালেও, প্রকৃতপক্ষে ছবিটি পুরনো এবং সৃজিত-মিথিলার সম্পর্ক এখনও বৈধ ও অটল।
