ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন কি না বা ভারতে থাকবেন কি না— সেই সিদ্ধান্ত পুরোপুরি তাঁর নিজের। নয়াদিল্লিতে হিন্দুস্তান টাইমসের লিডারশিপ সামিটে এনডিটিভির প্রধান সম্পাদক রাহুল কানওয়ালের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।
বাংলাদেশে ছাত্র–জনতার অভ্যুত্থানের ঘটনার পর গত ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। আন্দোলন দমনের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত মাসে তাঁকে মৃত্যুদণ্ড দেয়। অন্তর্বর্তী সরকার তাঁকে ফেরত পাঠানোর অনুরোধ জানালেও ভারত এখনো কোনো আনুষ্ঠানিক সাড়া দেয়নি।
জয়শঙ্কর বলেন, শেখ হাসিনা বিশেষ পরিস্থিতিতে ভারতে এসেছিলেন। তাই তাঁর ভবিষ্যৎ অবস্থান নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার সম্পূর্ণ তাঁর নিজের।
বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে একটি বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়া প্রতিষ্ঠা জরুরি। অতীত নির্বাচনী অনিয়মের প্রসঙ্গ টেনে তিনি উল্লেখ করেন, যখন সমস্যা নির্বাচন— তখন প্রথম পদক্ষেপ হওয়া উচিত সুষ্ঠু নির্বাচন আয়োজন।
দুই দেশের সম্পর্ক নিয়ে টানাপোড়েন থাকলেও জয়শঙ্কর আশা প্রকাশ করেন, ভবিষ্যতে ভারত–বাংলাদেশ সম্পর্ক আরও উন্নত হবে। তাঁর মতে, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যে ফলই আসুক, তা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও ভারসাম্যপূর্ণ ও পরিপক্ব করবে।
