
রাজশাহীর তানোরে সাজিদ নামের দুই বছরের শিশু ৩০–৩৫ ফুট গভীর একটি গর্তে পড়ে গেছে। গর্তে পড়ার পর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করার চেষ্টা চালাচ্ছেন।
বুধবার বেলা একটার দিকে শিশুটি তার পরিবারের অজান্তে গর্তে পড়ে যায়। শিশুটির বাবা রাকিব ঢাকায় কর্মরত থাকায় বাড়িতে উপস্থিত ছিলেন না। শিশুটি রাজশাহীর তানোর উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের সন্তান।
স্থানীয়রা জানিয়েছেন, ওই এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর অনেক নিচে নেমে যাওয়ায় গভীর নলকূপ বসানোর ওপর নিষেধাজ্ঞা আছে। কোয়েলহাট গ্রামের কছির উদ্দিন নামের এক ব্যক্তি পানির স্তর যাচাই করতে পূর্বে গর্ত খনন করেছিলেন এবং তা ভরাট করেছিলেন। তবে বর্ষার সময় মাটি বসে গিয়ে নতুন করে গর্ত তৈরি হয়, যেখানে শিশুটি পড়ে যায়।
ফায়ার সার্ভিসের কর্মীরা গর্তে পাইপের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করছেন। বিকেল চারটার দিকে জানানো হয়েছে, শিশুটি অক্সিজেন নিচ্ছে এবং সাড়া দিচ্ছে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীনুজ্জামান জানান, গর্তটির মুখ ৩–৪ ফুট চওড়া এবং গভীরতা প্রায় ৩০–৩৫ ফুট। শিশুটিকে নিরাপদে উদ্ধার করার জন্য ফায়ার সার্ভিস কাজ চালিয়ে যাচ্ছে।