
জাপানের উত্তর-পূর্বাঞ্চলে শুক্রবার নতুন করে ৬.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এ ঘটনায় দেশটির আবহাওয়া অধিদপ্তর ১ মিটার উঁচু সুনামির সতর্কতা জারি করেছে।
স্থানীয় সময় বেলা ১১:৪৪ (জিএমটি ০২৪৪) আওমোরি উপকূলের কাছে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার গভীরে। এটি সোমবার রাতে আঘাত হানা ৭.৫ মাত্রার ভূমিকম্পের পর এসেছে, যা একই এলাকার জন্য বিশেষ সতর্কবার্তা জারি করেছিল।
আজকের ভূমিকম্প জাপানের ১ থেকে ৭ মাত্রার ‘ভূমিকম্প তীব্রতা সূচকে’ ৪ মাত্রা হিসেবে রেকর্ড করা হয়েছে। সোমবারের ভূমিকম্পে অন্তত ৩০ জন আহত হয়েছেন। সুনামি সতর্কতার পর ইওয়াতে জেলায় সমুদ্র থেকে ৭০ সেন্টিমিটার পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়েছে।
জাপান ভূমিকম্পপ্রবণ দেশ হওয়ায় সরকার এবং আবহাওয়া অধিদপ্তর এক সপ্তাহের মধ্যে আরও শক্তিশালী ভূমিকম্পের আশঙ্কা নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বিশেষ করে টোকিওর পূর্বের চিবা এলাকা থেকে হোক্কাইদো পর্যন্ত বিস্তৃত এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকতে বলা হয়েছে।
উল্লেখযোগ্য: হোক্কাইদো ও উত্তর-পূর্ব জাপানের উপকূলীয় এলাকায় প্রশান্ত মহাসাগরীয় প্লেট উত্তর আমেরিকান প্লেটের নিচে ঢুকে গেছে, যার ওপর হোনশু দ্বীপ অবস্থিত।