অস্ট্রেলিয়ায় একটি ভয়ংকর স্কাইডাইভিং ঘটনায় একজন স্কাইডাইভার উড়োজাহাজের লেজে আটকে ঝুলে পড়েন, তবে শেষ পর্যন্ত তিনি নিরাপদে অবতরণ করতে সক্ষম হন। এই শ্বাসরুদ্ধকর দৃশ্যের ভিডিও প্রকাশ করেছে অস্ট্রেলিয়ার পরিবহন নিরাপত্তা ব্যুরো (এটিএসবি)।
ঘটনাটি ঘটে কুইন্সল্যান্ডের আকাশে ১৫ হাজার ফুট উচ্চতায়, যেখানে ‘পি১’ নামের ওই স্কাইডাইভার সহ মোট ১৭ জন প্যারাস্যুটার স্কাইডাইভিং করছিলেন। উড়োজাহাজ থেকে লাফ দেওয়ার সময় প্যারাস্যুটের একটি অংশ উড়োজাহাজের ডানার সঙ্গে আটকে যায়। এতে প্যারাস্যুটার পেছন দিকে টানতে থাকেন এবং এক সময় আরেকজন প্যারাস্যুটারও বাধ্য হয়ে লাফ দেন। তবে উভয়ই আঘাত ছাড়া নিরাপদে বেঁচে যান।
পাইলট উড়োজাহাজটি বিধ্বস্ত হতে পারে এমন আশঙ্কায় নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা করেন। ‘পি১’ হুক নাইফ ব্যবহার করে সংরক্ষিত প্যারাস্যুটের দড়িগুলো কেটে নিজেকে মুক্ত করতে সক্ষম হন। দড়ি কাটতে এক মিনিটের কম সময় লেগেছে। এরপর তিনি নিরাপদে অবতরণ করেন। উড়োজাহাজের ভেতরে থাকা অপর দুই প্যারাস্যুটারও নিরাপদে লাফ দেন।
এটিএসবির প্রধান কমিশনার অ্যাংগাস মিচেল বলেন, পাইলট এবং ক্রু দ্রুত প্রতিক্রিয়া দেখায় ভয়াবহ দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। উড়োজাহাজটি পরে কুইন্সল্যান্ডের টালি বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
