ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুল্যান্সে সিঙ্গাপুরে নেওয়া হয়।
মঙ্গলবার দুপুরে ইনকিলাব মঞ্চ জানায়, প্রাথমিক পরীক্ষার পর ওসমান হাদির শারীরিক অবস্থায় কিছুটা অবনতি দেখা গেলেও বর্তমানে তা স্থিতিশীল। ওসমান হাদির ভাইয়ের বরাত দিয়ে সংগঠনটি জানিয়েছে, তার আরও একটি অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে, তবে বর্তমানে সে ধরনের অস্ত্রোপচার করার মতো শারীরিক অবস্থা তৈরি হয়নি।
এর আগে ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোড, বিজয়নগর এলাকায় ওসমান হাদি একটি রিকশায় যাচ্ছিলেন। তখন মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। হামলায় তিনি মাথায় গুরুতর আহত হন। ঘটনাস্থলেই দ্রুত হাসপাতালে নেওয়া হলেও পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়। বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, হামলার ঘটনায় দুই ব্যক্তিকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। তারা হলেন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান (প্রধান সন্দেহভাজন শ্যুটার) এবং আলমগীর হোসেন (মোটরসাইকেল চালক)। তবে এখনো মূল সন্দেহভাজন দুজনকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে কয়েকজনকে আটক করা হয়েছে।
