মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রমের জন্য সংস্কার করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর নতুন এজলাস উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। বুধবার বিকেল ৩টার দিকে প্রধান বিচারপতি এ উদ্বোধন করেন।
আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলের গুম-খুনসহ ২৪ জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার বর্তমানে দু’টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে। এর আগে ট্রাইব্যুনাল-২ এর কার্যক্রম ট্রাইব্যুনাল প্রাঙ্গণের টিনশেড ভবনে পরিচালিত হতো, আর ট্রাইব্যুনাল-১ এর কার্যক্রম মূল ভবনে চলতো। টানা সংস্কারকাজের পর নতুন এজলাস উদ্বোধনের মাধ্যমে ট্রাইব্যুনাল-২ এর বিচার কার্যক্রম এখন এখানে চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী এবং অন্যান্য বিচারকরা।
