২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে আলিম শ্রেণির রেজিস্ট্রেশন থেকে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য বিশেষ বিবেচনায় অনলাইনে রেজিস্ট্রেশনের ফের সুযোগ দেওয়া হয়েছে। অনলাইনে রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া যাবে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত, এবং তথ্য এন্ট্রির শেষ সময় নির্ধারিত হয়েছে ১ ফেব্রুয়ারি।
বৃহস্পতিবার মাদরাসা শিক্ষা বোর্ডের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এবং সংশ্লিষ্ট সব মাদরাসা প্রধানদের নির্দেশনা পাঠানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বোর্ডের আওতাধীন আলিম পর্যায়ের শিক্ষার্থীরা যারা অনলাইনে কোনো মাদরাসায় ভর্তি বা রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেনি, তারা ইলেকট্রনিক স্টুডেন্ট ইনফরমেশন ফরম (ইএসআইএফ) পূরণ করে পুনরায় রেজিস্ট্রেশন করতে পারবেন।
আলিম শ্রেণির নিয়মিত শিক্ষার্থীর রেজিস্ট্রেশনসহ অন্যান্য ফি ৬৮৫ টাকা। অনিয়মিত শিক্ষার্থীদের ক্ষেত্রে পাঠ বিরতি ফি ১৫০ টাকাসহ মোট ফি দাঁড়াচ্ছে ৮৩৫ টাকা।
