
শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে অবৈধভাবে ভারতে পালিয়ে যেতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সিবিয়ন দিউ ও সঞ্জয় চিসিমকে। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশীতা ইসলামের আদালত আজ বৃহস্পতিবার তাদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচার চালাচ্ছিলেন। গত শুক্রবার দুপুরে মতিঝিল থেকে ফেরার পথে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে মোটরসাইকেল থেকে তাঁকে গুলি করা হয়। হামলাকারী ফয়সাল করিম মাসুদ ওই ঘটনায় জড়িত ছিলেন।
পুলিশের তদন্তে জানা গেছে, ফয়সাল এবং মোটরসাইকেলচালক আলমগীর শেখ সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যান। এ ঘটনায় তাঁদের অবৈধভাবে সীমান্ত পার হতে সাহায্য করার অভিযোগে সিবিয়ন দিউ ও সঞ্জয় চিসিমকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক ফয়সাল আহম্মেদ তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষের যুক্তি এবং শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। রিমান্ডে নেওয়া হলে এজাহারনামীয় ও অজ্ঞাতনামা আসামিদের পরিকল্পনা ও সহযোগিতাকারীদের তথ্য জানতে জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়া হত্যাচেষ্টায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার ও ঘটনার পূর্বপরিকল্পনাকারী, অর্থদাতা ও মদদদাতাদের শনাক্ত করার জন্যও তাদের রিমান্ড প্রয়োজন।