
মাউন্ট মঙ্গানুই টেস্টে নিউজিল্যান্ডের দুই ওপেনার টম ল্যাথাম ও ডেভন কনওয়ে রচনা করলেন টেস্ট ইতিহাসের এক অনন্য অধ্যায়। এক টেস্টে দুই ইনিংসেই জোড়া সেঞ্চুরি করে তাঁরা প্রথম ওপেনিং জুটি হিসেবে ইতিহাসে নাম লেখালেন।
এই টেস্টে নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম করেছেন ১৩৭ ও ১০০ রান, আর ডেভন কনওয়ে খেলেছেন ২২৭ ও ১০১ রানের দুটি দৃষ্টিনন্দন ইনিংস। তাঁদের ব্যাটিং নৈপুণ্যে ওয়েস্ট ইন্ডিজের সামনে ৪৬২ রানের বিশাল লক্ষ্য দাঁড় করিয়েছে স্বাগতিকরা।
চতুর্থ দিনের শুরুতে ৬ উইকেটে ৩৮১ রান নিয়ে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে গুটিয়ে যায় ৪২০ রানে। ফলে ১৫৫ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড।
দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড ২ উইকেটে ৩০৬ রান তুলে ইনিংস ঘোষণা করে। ওপেনিং জুটিতেই ল্যাথাম ও কনওয়ে ১৯১ রানের জুটি গড়েন। কনওয়ে ১০০ রান করে কাভেম হজের বলে আউট হন। দলীয় ২৩৪ রানে একই বোলারের বলে ফেরেন ল্যাথাম। পরে কেইন উইলিয়ামসন ও রাচীন রবীন্দ্র ঝড়ো ব্যাটিংয়ে ৩৭ বলে ৭২ রানের জুটি গড়েন। উইলিয়ামসন ৩৭ বলে ৪০ এবং রবীন্দ্র ২৩ বলে ৪৬ রানে অপরাজিত থাকেন।
৪৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ চতুর্থ দিন শেষে ১৬ ওভারে বিনা উইকেটে ৪৩ রান সংগ্রহ করেছে। ওপেনার ব্রেন্ডন কিং ৩৭ ও জন ক্যাম্পবেল ২ রানে অপরাজিত আছেন।
পিচে অসমান বাউন্স দেখা গেলেও শেষ দিনে ক্যারিবিয়ানদের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। প্রথম টেস্টে প্রায় অসম্ভব ব্যাটিং করে ড্র আদায় করা ওয়েস্ট ইন্ডিজ আবারও তেমন কিছু করতে পারবে কি না, সেটিই এখন দেখার বিষয়।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড: ৫৭৫/৮ ও ৩০৬/২ (কনওয়ে ১০১, ল্যাথাম ১০০; হজ ২/১০০)
ওয়েস্ট ইন্ডিজ: ৪২০ ও ৪৩/০ (কিং ৩৭*, ক্যাম্পবেল ২*; ডাফি ০/১৮)
চতুর্থ দিন শেষে