ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে পোশাক কারখানার শ্রমিক দিপু চন্দ্র দাসকে (২৭) পিটিয়ে হত্যার ঘটনায় পুলিশ আরও দুজনকে গ্রেপ্তার করেছে। শনিবার রাতে তাদের আটক করা হয়। রোববার তাদের আদালতে উপস্থাপন করে রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন আশিকুর রহমান (২৫) ও কাইয়ুম (২৫), যারা ভালুকা উপজেলার জামিরদিয়া ডুবালিয়াপাড়া এলাকার বাসিন্দা। এর আগে এই ঘটনায় র্যাব ও পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করেছে।
নিহত দিপু চন্দ্র দাস পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেডের শ্রমিক ছিলেন। তার বাড়ি বানিহালা ইউনিয়নের মোকামিয়াকান্দা গ্রামে। নিহতের ভাই অপু চন্দ্র দাস বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ১৪০ থেকে ১৫০ জনকে আসামি করে মামলা করেছেন।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তার দুজন ঘটনাস্থলে ছিলেন। ভিডিও ফুটেজের মাধ্যমে তাদের শনাক্ত করে আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে দিপু চন্দ্র দাসকে কারখানা থেকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়। পরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের বিভাজকের একটি গাছে মরদেহ ঝুলিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।
র্যাবের তথ্যে জানা গেছে, ঘটনার সূত্রপাত বিকেল চারটার দিকে। কারখানার ফ্লোর ইনচার্জ তাকে চাকরি থেকে ইস্তফা দিতে বাধ্য করে উত্তেজিত জনতার কাছে হস্তান্তর করেন। ধর্ম অবমাননার বিষয়টি অস্পষ্ট থাকায় দিপু কী বলেছেন তা খুঁজে পাওয়া যায়নি। তদন্ত চলছে, কেউ কার সঙ্গে পূর্বশত্রুতা ছিল কি না তা যাচাই করা হবে।
