
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে নেতা–কর্মী ও সমর্থকদের ঢাকায় আনতে বাংলাদেশ রেলওয়ে ১০টি বিশেষ ট্রেন চালু করছে। বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে ভাড়ার বিনিময়ে আগামী বৃহস্পতিবার এসব ট্রেন সরবরাহ করা হবে। এ ছাড়া নিয়মিত চলাচলকারী কয়েকটি ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে।
রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশেষ ট্রেন পরিচালনার বিনিময়ে রেলওয়ে প্রায় ৩৬ লাখ টাকা ভাড়া পাবে। ইঞ্জিন সংকটের কারণে বিএনপির আবেদিত ১১টি ট্রেনের পরিবর্তে ১০টি ট্রেন বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি আরও ৮টি নিয়মিত ট্রেনে ১৭টি অতিরিক্ত কোচ যুক্ত করা হচ্ছে।
আগামী বৃহস্পতিবার লন্ডন থেকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তারেক রহমানের। প্রায় ১৭ বছর পর তাঁর এই প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপি রাজধানীর ৩০০ ফুট সড়কে সংবর্ধনার আয়োজন করেছে।
রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বিএনপির কেন্দ্রীয় ও আঞ্চলিক কার্যালয়গুলোর আবেদনের ভিত্তিতে কক্সবাজার, জামালপুর-ময়মনসিংহ, টাঙ্গাইল, ভৈরববাজার-নরসিংদী, জয়দেবপুর, পঞ্চগড়, খুলনা, চাটমোহর, রাজশাহী ও যশোর থেকে ঢাকাগামী বিশেষ ট্রেন চালানো হবে। কর্মসূচি শেষে ট্রেনগুলো নিজ নিজ গন্তব্যে ফিরে যাবে।
বিশেষ ট্রেন পরিচালনার কারণে একদিনের জন্য কয়েকটি নিয়মিত ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। এসব ট্রেন হলো রাজবাড়ী কমিউটার, ঢালারচর এক্সপ্রেস ও রোহনপুর কমিউটার। এতে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে রেলপথ মন্ত্রণালয়।
রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, লোকোমোটিভ ও কোচ সংকট থাকা সত্ত্বেও গণতান্ত্রিক কর্মসূচিতে অংশগ্রহণ সহজ করতে বিশেষ ট্রেন বরাদ্দ দেওয়া হয়েছে। তবে এর ফলে নিয়মিত যাত্রীদের কিছুটা ভোগান্তি হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।