ঢাকা | বঙ্গাব্দ

চকরিয়ায় জমি বিরোধে চাচার মৃত্যু, ভাতিজাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে গণপিটুনি

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 26, 2025 ইং
চকরিয়ায় জমি বিরোধে চাচার মৃত্যু, ভাতিজাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে গণপিটুনি ছবির ক্যাপশন: নিহতের স্বজনরা কান্না করছেন—চকরিয়া, কাকারা ইউনিয়ন, কক্সবাজার।
ad728

কক্সবাজারের চকরিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে তাঁর ভাতিজার বিরুদ্ধে। বুধবার দুপুরে উপজেলার কাকারা ইউনিয়নের সাকের মোহাম্মদ চর এলাকায় ঘটনাটি ঘটে। পরে অভিযুক্ত ভাতিজাকে আটক করলে তাঁকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে স্থানীয়রা মারধর করেন বলে জানা গেছে।

নিহত মোহাম্মদ কালু (৮০) স্থানীয় বাসিন্দা। তাঁর ভাতিজা আলী আহমদ (৬০) এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে পুলিশ তাকে আটক করে। পরিবারের দাবি, সকালে জমি সংক্রান্ত তর্কের এক পর্যায়ে আলী আহমদ চাচার সঙ্গে উত্তেজনায় জড়িয়ে পড়েন এবং এর পরপরই কালু মাটিতে পড়ে অচেতন হয়ে পড়েন। তাঁকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ আলী আহমদকে থানায় আনার সময় কিছু মানুষ তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে মারধর করেন। একই সঙ্গে তাঁর বাড়ির কিছু অংশ ভাঙচুরের অভিযোগ রয়েছে। স্ত্রী পারভিন আকতারও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেন স্থানীয়রা।

নিহতের ছেলে সরোয়ার আলম বলেন, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ থেকেই সংঘর্ষের সূত্রপাত। তবে গণপিটুনির ঘটনায় তাঁদের পরিবারের কেউ জড়িত নয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলী আহমদকে আটক করেছিল। পরে হামলার কারণে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।




নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
মাদারীপুরে বিএনপি প্রার্থীর মনোনয়ন স্থগিতের প্রতিবাদে বিক্ষো

মাদারীপুরে বিএনপি প্রার্থীর মনোনয়ন স্থগিতের প্রতিবাদে বিক্ষো