ঢাকা | বঙ্গাব্দ

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো আলোচনা হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 2, 2025 ইং
তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো আলোচনা হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা ছবির ক্যাপশন: তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো আলোচনা হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা
ad728

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আশ্বস্ত করে বলেন, দেশে কারও নিরাপত্তা নিয়ে কোনো ধরনের ঝুঁকি নেই।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে কোনো আলোচনা হয়নি। তবে দেশে কারও নিরাপত্তায় কোনো ঝুঁকি নেই। সবার জন্যই নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।”

তিনি আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশের প্রতিটি ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত। প্রয়োজন অনুযায়ী বিশেষ নিরাপত্তার ব্যবস্থাও নেওয়া হবে। ব্যক্তির সামাজিক বা রাজনৈতিক অবস্থান অনুযায়ী নিরাপত্তা প্রদান করা হয়।


নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নেপালে আকিজ বোর্ড ও আকিজ ডোরের আন্তর্জাতিক বিজনেস কনফারেন্সে

নেপালে আকিজ বোর্ড ও আকিজ ডোরের আন্তর্জাতিক বিজনেস কনফারেন্সে