ঢাকা | বঙ্গাব্দ

নেতৃত্বহীন সংকটে বিবিসি: সাবেক কর্মকর্তা ক্রেইগ অলিভারের তীব্র সমালোচনা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 10, 2025 ইং
নেতৃত্বহীন সংকটে বিবিসি: সাবেক কর্মকর্তা ক্রেইগ অলিভারের তীব্র সমালোচনা ছবির ক্যাপশন: লন্ডনে বিবিসির প্রধান কার্যালয় — এএফপি ফাইল ছবি
ad728

বিবিসি বর্তমানে এক বিশৃঙ্খল, দিশাহীন ও নেতৃত্বহীন অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন প্রতিষ্ঠানটির সাবেক সংবাদ নিয়ন্ত্রক ক্রেইগ অলিভার। মহাপরিচালক টিম ডেভি ও বার্তাপ্রধান ডেবোরাহ টারনেসের পদত্যাগের পর রেডিও ফোরের টুডে অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে অলিভার এ মন্তব্য করেন।

অলিভার বলেন, বিবিসির অভ্যন্তরীণ সংকট সামাল দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে না, যার ফলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তাঁর মতে, এই সংকটকালীন সময়ে বিবিসির চেয়ারম্যান সমির শাহের আরও দৃঢ় ভূমিকা নেওয়া প্রয়োজন ছিল, কিন্তু তিনি তা করতে পারছেন না।

তিনি আরও বলেন, “আমরা এখনো জানি না, যা কিছু ঘটেছে তার বিষয়ে বিবিসির আনুষ্ঠানিক অবস্থান কী।”

গত রোববার রাতে বিবিসির মহাপরিচালক টিম ডেভি ও নিউজ প্রধান নির্বাহী ডেবোরাহ টারনেস পক্ষপাতের অভিযোগের মুখে পদত্যাগ করেন। বিবিসির এক তথ্যানুসারে, প্যানোরামা অনুষ্ঠানে প্রচারিত এক তথ্যচিত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের দুটি আলাদা অংশ জোড়া দিয়ে প্রচার করা হয়েছিল, যা বিভ্রান্তি তৈরি করে।

বিবিসির সাবেক পরামর্শক মাইকেল প্রেসকট এই ঘটনাকে “সম্পাদকীয় মানদণ্ডের গুরুতর লঙ্ঘন” বলে মন্তব্য করেন। ওই বিতর্কিত তথ্যচিত্রে ট্রাম্পকে এমনভাবে উপস্থাপন করা হয়, যেন তিনি ২০২১ সালের ক্যাপিটল হিল দাঙ্গায় উসকানি দিচ্ছেন।

পদত্যাগের পর টিম ডেভি এক বিবৃতিতে বলেন, “কিছু ভুল হয়েছে, এবং মহাপরিচালক হিসেবে শেষ পর্যন্ত আমাকে দায় নিতে হবে।” অন্যদিকে, ডেবোরাহ টারনেস বলেন, “চূড়ান্তভাবে এই দায়ভার আমার। সিদ্ধান্তটি নেওয়া সহজ ছিল না।”




নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ৮৬৭ মামলা, ডিএমপির অভিযান অব্যা

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ৮৬৭ মামলা, ডিএমপির অভিযান অব্যা