ঢাকা | বঙ্গাব্দ

সুন্দরবনের দুবলারচরে শেষ হলো শতবর্ষের ঐতিহ্যবাহী রাস উৎসব

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 6, 2025 ইং
সুন্দরবনের দুবলারচরে শেষ হলো শতবর্ষের ঐতিহ্যবাহী রাস উৎসব ছবির ক্যাপশন: সুন্দরবনের দুবলারচরে পূর্ণিমার জোয়ারে পুণ্যস্নান করছে পুণ্যার্থীরা।
ad728

খুলনার দুবলারচরের আলোরকোলে তিন দিনের রাস উৎসব শেষ হয়েছে। ৩ নভেম্বর থেকে শুরু হওয়া এই শতবর্ষের ঐতিহ্যবাহী উৎসবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১৩,৫১৯ জন পুণ্যার্থী অংশ নিয়েছেন। পূর্ণিমার জোয়ারে পুণ্যস্নান ও প্রার্থনার মধ্য দিয়ে উৎসবের পরিসমাপ্তি ঘটে।

উৎসব চলাকালে বন বিভাগ, কোস্টগার্ড, নৌবাহিনী ও পুলিশ সার্বক্ষণিক টহল দিয়েছে। এবারের আয়োজন শান্তিপূর্ণভাবে শেষ হলেও হরিণ শিকারের ফাঁদ ও ৩২ জন শিকারিকে আটক করা হয়েছে।

দুবলারচরের রাস উৎসবের ইতিহাস উনিশ শতকের শুরুর দিকে সাধু হরিভজন দ্বারা শুরু হয়। পরে এটি ধীরে ধীরে বড় একটি আধ্যাত্মিক মিলনমেলায় পরিণত হয়। এবারও ভারতের ভক্তসহ দেশব্যাপী বহু মানুষ অংশ নিয়েছেন।

উৎসব শেষে অংশগ্রহণকারীরা সমুদ্রের জলে স্নান করে নিজের গন্তব্যে ফিরেছেন। বন বিভাগ নিশ্চিত করেছে, আগাম প্রস্তুতি ও যৌথ টহলের কারণে এবারের উৎসবে অপরাধ আগের বছরের তুলনায় কম হয়েছে।




নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সৌদি আরব সফরে

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সৌদি আরব সফরে