ঢাকা | বঙ্গাব্দ

বিয়ে গোপন: নারীর এক বছর কারাদণ্ড, কাজির লাইসেন্স বাতিলসহ দুই বছরের সাজা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 19, 2025 ইং
বিয়ে গোপন: নারীর এক বছর কারাদণ্ড, কাজির লাইসেন্স বাতিলসহ দুই বছরের সাজা ছবির ক্যাপশন: ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত—যেখানে বিয়ে গোপন মামলা নিয়ে রায় দেওয়া হয়।
ad728

আগের বিয়ে গোপন করে প্রতারণার মাধ্যমে নতুন করে বিয়ে করার অভিযোগে এক নারীকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ঢাকা মহানগর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। একই মামলায় বিয়ের কাজি আবু মুসা আহম্মদকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং তাঁর নিকাহ–তালাক রেজিস্ট্রারের লাইসেন্সও বাতিলের নির্দেশ দিয়েছেন আদালত।

মামলাটি করেছিলেন কম্পিউটার প্রকৌশলী জাহিদ হাসান। তিনি জানান, ২০১৭ সালে এক লাখ টাকা দেনমোহরে নুসরাত জাহান তাসনিমকে বিয়ে করেন তিনি। বিয়ের সময় তাঁকে অবিবাহিত বলা হলেও পরে জানা যায়, নুসরাত আগের বিয়ে গোপন করেছিলেন। ২০১৮ সালে নুসরাত তাঁর ভাইকে বিদেশে পাঠানোর কথা বলে তিন লাখ টাকা দাবি করেন এবং না মানলে সংসার করতে অস্বীকৃতি জানান। ২০২০ সালের সালিসের সময় দেনমোহর বাবদ তিন লাখ টাকা দাবি করা হলে বিষয়টি প্রকাশ পায়।

রায় ঘোষণার পর নুসরাতকে কারাগারে পাঠানো হয়। কাজি আবু মুসা পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলার আরেক আসামি আমিনুল ইসলামকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা গুলিবিদ্ধ, বাসা

খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা গুলিবিদ্ধ, বাসা