ঢাকা | বঙ্গাব্দ

ডেমরায় সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়ির সঙ্গে সংঘর্ষে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 12, 2025 ইং
ডেমরায় সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়ির সঙ্গে সংঘর্ষে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু ছবির ক্যাপশন: ডেমরায় সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়ির সঙ্গে সংঘর্ষে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
ad728

রাজধানীর ডেমরায় আজ শুক্রবার ভোররাতে সিটি করপোরেশনের একটি ময়লাবাহী গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। গায়েহলুদের একটি অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে।

নিহত দুজন হলেন তাহসিন তপু (২৫) ও ইরাম হৃদয় (২৩)। তাহসিন পরিবারসহ ডেমরার সানারপাড়ায় থাকতেন, আর ইরাম থাকতেন চিটাগং রোড এলাকার একটি বাসায়। দুজনই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মো. রুবেল হাওলাদার জানান, ভোররাতে ডেমরার মিনি কক্সবাজার রোডের ধার্মিকপাড়ায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লাবাহী গাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে দুই শিক্ষার্থী রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুজনই মারা যান। ঘটনার পর ময়লাবাহী গাড়িটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়।

নিহতদের বন্ধু ও স্থানীয় বাসিন্দা তাওসিফ হোসেন জানান, তাঁরা সবাই এলাকায় এক বড় ভাইয়ের গায়েহলুদের অনুষ্ঠানে গিয়েছিলেন। অনুষ্ঠান শেষে চা খাওয়ার সময় তাহসিন ও ইরাম মোটরসাইকেল নিয়ে বের হন। কিছু দূর যেতে না যেতেই তাঁরা বিকট শব্দ শুনে ছুটে গিয়ে দেখেন, মোটরসাইকেলটি ময়লাবাহী গাড়ির নিচে রয়েছে এবং তাঁদের দুই বন্ধু রাস্তায় ছিটকে পড়ে আছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ভোর পৌনে পাঁচটার দিকে চিকিৎসক তাহসিনকে মৃত ঘোষণা করেন। আর ইরাম ভোর সাড়ে পাঁচটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দুটি লাশই ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিমানবন্দর রেলস্টেশনে সেনাবাহিনীর বিশেষ অভিযান: আগ্নেয়াস্ত্র

বিমানবন্দর রেলস্টেশনে সেনাবাহিনীর বিশেষ অভিযান: আগ্নেয়াস্ত্র