ঢাকা | বঙ্গাব্দ

২০২৫–২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশের অপেক্ষা

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 13, 2025 ইং
২০২৫–২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশের অপেক্ষা ছবির ক্যাপশন: ২০২৫–২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশের অপেক্ষা
ad728

২০২৫–২৬ শিক্ষাবর্ষের সরকারি ও বেসরকারি মেডিকেল (এমবিবিএস) এবং ডেন্টাল (বিডিএস) কোর্সের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ জানানো হয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল রোববার ফলাফল প্রকাশ করা সম্ভব না হলে সর্বশেষ সোমবারের মধ্যে ফলাফল প্রকাশের চেষ্টা করা হবে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক রুবীনা ইয়াসমীন জানান, ভর্তি পরীক্ষার ফল তৈরির কাজ চলছে। “৪৮-৭২ ঘণ্টার মধ্যে ফলাফল প্রকাশের চেষ্টা চলছে। রোববার না দিলে সোমবারের মধ্যে প্রকাশ করা হবে,” তিনি বলেন। সোমবারের পরদিন মঙ্গলবার শহীদ বুদ্ধিজীবী দিবসের ছুটির দিন হওয়ায় সোমবারের মধ্যে ফলাফল দেওয়ার চেষ্টা রয়েছে।

গত ১২ ডিসেম্বর ২০২৫ দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে সকাল ১০টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীরা সকাল ৯:৩০টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করেন। পরীক্ষা সময় এক ঘণ্টা ১৫ মিনিট ধরে অনুষ্ঠিত হয়েছে। লিখিত পরীক্ষায় ১০০টি এমসিকিউ প্রশ্ন ছিল। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে এবং পাস মার্ক নির্ধারণ করা হয়েছে ৪০ নম্বর। বিষয়ভিত্তিক নম্বরবণ্টন: জীববিজ্ঞান-৩০, রসায়ন-২৫, পদার্থ বিজ্ঞান-১৫, ইংরেজি-১৫, সাধারণ জ্ঞান ও মানবিক গুণাবলি-১৫।

মেধাতালিকা নির্ধারণ
মেধাতালিকা নির্ধারণে এসএসসি ও এইচএসসি জিপিএর সঙ্গে লিখিত পরীক্ষার নম্বর যোগ করা হবে।

  • এসএসসির জিপিএ × ৮ = ৪০ নম্বর

  • এইচএসসির জিপিএ × ১২ = ৬০ নম্বর

লিখিত পরীক্ষার নম্বরের সঙ্গে এই দুইয়ের যোগফল চূড়ান্ত মেধাতালিকা গঠনে ব্যবহার হবে। ২০২৪ সালের শিক্ষার্থীদের ক্ষেত্রে মোট নম্বর থেকে ৩ নম্বর এবং গত শিক্ষাবর্ষে কোনো সরকারি মেডিকেল বা ডেন্টাল কলেজে ভর্তি থাকা প্রার্থীর ক্ষেত্রে ৫ নম্বর কেটে মেধাতালিকা নির্ধারণ করা হয়।

ভর্তি আসন ও আবেদনকারী
২০২৫–২৬ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজে মোট ৫ হাজার ৬৪৫টি আসন রয়েছে (এমবিবিএস-৫ হাজার ১০০, বিডিএস-৫৪৫)। বেসরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৭ হাজার ৪০৬ (এমবিবিএস-৬ হাজার ১, বিডিএস-১ হাজার ৪০৫)। সরকারি ও বেসরকারি কলেজ মিলিয়ে মোট ১৩ হাজার ৫১টি আসন। এমবিবিএস কোর্সে ১১ হাজার ১০১ এবং বিডিএস কোর্সে ১,৯৫০ আসন। মোট আবেদনকারী ১ লাখ ২২ হাজার ৬৩২ জন।


নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ